Thursday, 27 February 2020 / Published in Event, Notice Board

৩ মাস ব্যাপী সুইং মেশিন অপারেশন (ওভেন) কোর্সে সম্পূর্ণ বিনামূল্য প্রশিক্ষণ নিন, দক্ষতা অর্জন করুন, স্বাবলম্বী হয়ে নিজেকে পরিবর্তন করুন।

ভর্তি হতে যা যা লাগবে:

জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি। (বয়স ২০+ হলে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক)
সদ্য তোলা পাসপোর্ট সাইজ এর ৪ কপি রঙিন ছবি।
শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক মাসিক আয়ের সনদপত্র।

ভর্তির জন্য যোগাযোগ করুন:

হটলাইন: 01936006760, 01936002838

সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার (এসপিটিসি), ঢাকা এর জন্য বাসা: ১০, রোড:০২, ব্লক-বি, সেকশন-৬, মিরপুর, ঢাকা-১২১৬।BGMEA-SEIP-Leaflet

 

Wednesday, 22 January 2020 / Published in Event
Thursday, 11 April 2019 / Published in Event, Notice Board
PKSF Admission

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার (এসপিটিসি) এর ব্যবস্থাপনায় Skills for Employment Investment Program (SEIP) এর আওতায় দরিদ্র ও বেকার তরুনদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩ মাস মেয়াদী ২ টি আবাসিক প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে।

প্রশিক্ষণে আবাসিক থাকা বাধ্যতামূলক। ফ্রি থাকা ও খাওয়ার সু-ব্যবস্থা আছে।
সরকারি ছুটির দিন ও শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ক্লাশ চলবে।
প্রশিক্ষণ ক্লাসে ১০০% উপস্থিত থেকে সফলতার সাথে কোর্স সম্পন্নকারীকে সার্টিফিকেট প্রদান এবং কর্মসংস্থানে সহযোগিতা করা হবে।

প্রশিক্ষণে আবাসিক থাকা বাধ্যতামূলক। ফ্রি থাকা ও খাওয়ার সু-ব্যবস্থা আছে।
সরকারি ছুটির দিন ও শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ক্লাশ চলবে।
প্রশিক্ষণ ক্লাসে ১০০% উপস্থিত থেকে সফলতার সাথে কোর্স সম্পন্নকারীকে সার্টিফিকেট প্রদান এবং কর্মসংস্থানে সহযোগিতা করা হবে।

প্রশিক্ষণার্থী বাছাইয়ের অন্যতম বিবেচ্য বিষয়সমূহ:
বয়স সীমা ১৮-৪৫ বছর।
মহিলা, সুবিধা বঞ্চিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ভিন্নধারায় সক্ষম ব্যক্তি এবং অতি দরিদ্র পরিবারের সদস্যদের অগ্রাধিকার।
বর্তমানে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।
শতভাগ আবাসিক এবং ক্লাসে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করার মানসিকতা থাকতে হবে।
প্রশিক্ষণ গ্রহণ করে আত্ম-কর্মসংস্থান অথবা সংশ্লিষ্ট সেক্টরে চাকুরী করা যার জীবনের লক্ষ্য।
অভিভাবকের সম্মতি থাকতে হবে।

➡️ভর্তি হতে যা যা লাগবে:

জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি। (বয়স ২০+ হলে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক)
সদ্য তোলা পাসপোর্ট সাইজ এর ৪ কপি রঙিন ছবি।
শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক মাসিক আয়ের সনদপত্র।

➡️ভর্তির জন্য যোগাযোগ করুন:

সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার (এসপিটিসি), ঢাকা এর জন্য বাসা: ১০, রোড:০২, ব্লক-বি, সেকশন-৬, মিরপুর, ঢাকা-১২১৬।

PKSF Admission

সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার, ক্যাম্পাস-২ এর জন্য ২৪২/২ পশ্চিম শেওড়াপাড়া, ওয়াসা রোড, মিরপুর, ঢাকা-১২১৬।

Tuesday, 09 April 2019 / Published in Notice Board

Please click on image to download admission form


TOP